আপনি
হয়তো স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন। এখন জানতে চাইছেন মুঠোফোনে যে
কোম্পানির ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন, তারা আপনাকে কত গতি দিচ্ছে? এটা
জানা যাবে বেশ সহজেই। এ জন্য আপনাকে ‘স্পিড টেস্ট’ নামের একটি ছোট্ট
সফটওয়্যার ব্যবহার করতে হবে।
এটি অ্যান্ড্রয়েড ও আইওএস (আইফোন অপারেটিং সিস্টেম) অপারেটিং সিস্টেমে কাজ করে। এটি বিনা মূল্যে নামিয়ে নেওয়া যাবে www.speedtest.net/mobile.php ঠিকানা থেকে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এর আকার ১ মেগাবাইট, আর আইফোনে ৯.৮ মেগাবাইট। ডাউনলোড ও আপলোডের গতি আলাদাভাবে দেখার সুবিধা রয়েছে এতে।
এটি অ্যান্ড্রয়েড ও আইওএস (আইফোন অপারেটিং সিস্টেম) অপারেটিং সিস্টেমে কাজ করে। এটি বিনা মূল্যে নামিয়ে নেওয়া যাবে www.speedtest.net/mobile.php ঠিকানা থেকে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এর আকার ১ মেগাবাইট, আর আইফোনে ৯.৮ মেগাবাইট। ডাউনলোড ও আপলোডের গতি আলাদাভাবে দেখার সুবিধা রয়েছে এতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন