রেজিস্ট্রি এডিট করে স্টার্ট মেনু কে করুন গতিশীল!

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের কম্পিউটার ব্যবহার করার সময় বিভিন্ন পর্যায়ে আমরা লক্ষ করি যে কম্পিউটারের স্টার্ট মেনু অনেক স্লো হয়ে যায়, মাঝে মাঝে কোন কাজ ই হয় না। তাই আমি আজ আপনাদের কে এমন একটি সিস্টেম দেখাবো যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের স্টার্ট মেনুকে করতে পারবেন গতিময়। তাহলে আসুন দেখি কিভাবে করতে হয় ঃ
)Start menu > run > regedit > ok
)Registry Editor ওপেন হবে ।
)HKEY_CURRENT_USER\Control Panel\Desktop এ নেভিগেট করুন ।
) এবার ডান প্যানেল হতে menushowdely আইটেমটির উপর ডাবল ক্লিক করুন ।
) এবার এর Value Data তে 400 এর পরিবর্তে 0 বসিয়ে ok বাটনে ক্লিক করুন ।
) Registry Editor ক্লোজ করুন ।
এখন দেখুনতো স্টার্ট মেনুর গতি কি বৃদ্ধি পেয়েছে? 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন