সময় অসময়ে মিসেড কলের প্রতি উওর ও তার চরম শিক্ষা কি ভাবে দিবেন।দেখুন আমার এই পোস্ট টা।

http://f0.pepst.com/c/C5CD07/370330/ssc3/home/040/losser/my_hand1.jpg_480_480_0_64000_0_1_0.jpg

ওই মিছ কল কারিকে। শুরুতে আপনার ছেল ফোনের CALL DIVERT এ যান সিলেক্ট করুন DIVERT WHEN BUSY > IF BUSY এ্যাকটিভ করুন।



তারপর TO OTHER NUMBER অপশনে লিখবেন
আপনি যদি গ্রামীন এর আওতায় থাকেন তাহলে লিখুন ১২৬৬
              রবি এর জন্য                                  ৮১২১
              এয়ারটেল এর জন্য                           জানা নেই
              বাংলা লিংক এর জন্য                        ৭৭০
এবার আপনার কাজ শেষ।যখন মোবাইলে মিছ কল আসবে রিসিভ না করে বিজি
করে দিন।দেখবেন মিছ কল কারীর পয়সা কাটা শুরু হয়ে গেছে।মিছ কল আসতেছে টের পাওয়ার জন্য আপনার মোবাইল ফোনকে সবসময় আপনার টিভি
সেটের পাশাপাশি রাখবেন।একটা লম্বা আকারের বিপ শুনলে বুজবেন তিনি আসতেছেন।
সব মুছে ফেলতে CALL DIVERT এ গিয়ে CANCEL ALL DIVERT সিলেক্ট করুন ওকে করুন।কাজ শেষ।
আবারও ধন্যবাদ সকল কে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন