Facebook এ নিজের ছবিকেই Emotion বানান

ফেসবুক এ আপনার বন্ধুকে অবাক করে দেয়ার জন্য এই ছোট্ট ব্লগ পোস্ট টি করছি।
আমরা অনেকেই আছি যাদের ফেসবুক হচ্ছে বিনোদন এর জায়গা। ফেসবুক এ আমরা সব কিছু শেয়ার করি। তাছাড়া বন্ধুদের সাথে চ্যাট করি।
চ্যাট করার সময়, আমরা বিভিন্ন Emotion ব্যাবহার করি। এখন আমি দেখাব কিভাবে আমাদের নিজেদের ছবিকে মানে যে কোন ছবি কে কিভাবে Emotion এ রূপান্তরিত করা যায়।
নিজের ছবির Emotion Code পেতে প্রথমেই এই সাইটে যান 
  উপরে ডান পাশের স্কিপ অ্যাড দিন ব্যাস !!   আপনারা নিচের ছবিটির মতো একটা বক্স পাবেন।


এখন Choose File এ ক্লিক করে আপনার কম্পিউটার থেকে একটি ছবি আপলোড দিন। ছবিটি অবশ্যই ১ MB এর নিচে হতে হবে।
ছবি টি আপলোড হবে এবং আপনাকে ১৫০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর আপনি একটি লিঙ্ক পাবেন। ঐ লিঙ্ক এ প্রবেশ করে, Skip ad দিলেই আপনি আপনার ছবির Code টি পেয়ে যাবেন।
এখন আপনার নিজের দেয়া ছবি ও একটা Emotion হয়ে গেল। আপনি পুরো কোড টা কপি করে। চ্যাট বক্স এ পেস্ট করেন, দেখবেন আপনার ছবি টি বিরাট আকারে শো করছে।
পরীক্ষা করে দেখার জন্য নিচের কোড টা ব্যাবহার করতে পারেন। পুরাটা কোড একসাথে সিলেক্ট করে কপি করুন তারপর, ফেসবুক চ্যাট এ পেস্ট করুন। আর দেখুন মজা।
[[298356520217565]] [[298356516884232]] [[298356506884233]] [[298356510217566]]
[[298356513550899]] [[298356620217555]] [[298356606884223]] [[298356616884222]]
[[298356610217556]] [[298356613550889]] [[298356673550883]] [[298356676884216]]
[[298356666884217]] [[298356680217549]] [[298356670217550]] [[298356740217543]]
[[298356733550877]] [[298356743550876]] [[298356730217544]] [[298356736884210]]
[[298356823550868]] [[298356810217536]] [[298356820217535]] [[298356826884201]]
[[298356813550869]] [[298356906884193]] [[298356896884194]] [[298356900217527]]

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন