ভিডিও চ্যাটে কথা বলার ওয়েবক্যাম অতিগুরুত্ত পূর্ণ একটি হার্ডওয়্যার ।
ওয়েবক্যামের মাধ্যমে ধারণ করা ভিডিও এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ব্যবহারকারীর কাছে পৌঁছে।
যদি একেবারে ফ্রীতে একটি ওয়েবক্যাম পেয়ে যান তাহলে পয়সা খরচ করে ওয়েবক্যাম কেনার কি দরকার ?
যাদের ওয়েবক্যাম নেই, তারা মোবাইলকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন।
নকিয়ার যেসব হ্যান্ডসেটে অপারেটিং সিস্টেম হিসেবে সিমবিয়ান দুই থেকে সংস্করণ পাঁচ (s60.v2-s60.v5) পর্যন্ত ব্যবহার করা হয়েছে, সেসব হ্যান্ডসেটে এ সুবিধা পাওয়া যাবে।
সুবিধাটি পাওয়ার জন্য ‘মবিওলা ওয়েবক্যাম’ নামের একটি সফটওয়্যার আপনার পিসি-তে এবং মোবাইলে ইনস্টল করে নিতে হবে।
যেভাবে করবেন >>
১। এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন ।
২। winrar দিয়ে ফাইলটি open করুন।
৩। INSTALL.EXE ফাইলটি ইনস্টল করুন।
৪। Crack ফোল্ডার থেকে webcam.exe ফাইলটি যেখানে mobiola webcam ইনস্টল করেছেন সেখানে নিয়ে paste করুন ।
৫। Mobiola Webcam.jar/WEBCAM for s60v2.sis/WEBCAM for s60v3.sis এর একটি ফাইলট আপনার মোবাইলে ইনস্টল করুন।
৬। PCতে প্রগ্রামটি রান করুন
৭। Bluetooth/USB cable/wifi ব্যাবহার করে পিসিতে কানেক্ট করুন।
ডাউনলোড লিঙ্ক >>>
http://www.mediafire.com/?c6l7kwf2ctd4tpb
ধন্যবাদ সবাইকে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন