গুগল সার্চ ইঞ্জিনে আপনার নাম দিন GOOGLE পরিবর্তন করে !!!!!!!!!!!!!!!

গুগল সার্চ ইঞ্জিনে GOOGLE  এর পরিবর্তে আপনার নাম দিতে পারবেন । যেভাবে কাজটি করবেন
(১)প্রথমে এই লিং এ যান এইখানে যান
(৩) দান পাশের উপরে স্কিপ অ্যাড ক্লিক করুন । 
(২) নিম্নের স্থানে আপনার ইচ্ছা মত নাম দিন ।


(৩)এরপর যেই লোগো দিতে চান সেটি সিলেক্ট করে দিন

কাজ শেষ। সাথে সাথে আপনার দেওয়া নাম অনুযায়ী পেজটি চলে আসবে। লিংকটি সেভ করে রাখতে পারেন। ঐ লিংকে গেলে প্রত্যেকবার আপনার নামসহ সার্চ ইঞ্জিনের পেজটি আসবে। চাইলে লিংকটি দিয়ে বন্ধুদের অবাক করে দিতে পারেন।লিং এ নাগেলে হবেনা । তাই মজা পেতে ও দিতে অবশ্যই লিংটি সেভ করে রাখবেন ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন