ওয়েব পেইজ থেকে ছবির স্ক্রিনশট নেয়া

ওয়েব পেইজ থেকে ছবির স্ক্রিনশট নেয়া

বিভিন্ন কারণে ওয়েব পেইজের ছবি (স্ক্রিনশট) নেওয়ার দরকার হয়ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার মজিলা ফায়ারফক্সের স্ক্রিনগ্র্যাব নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অন) দিয়ে সহজেই ওয়েব পেইজের নির্দিষ্ট অংশ, নির্বাচিত অংশ বা সম্পূর্ণ পৃষ্ঠাটির ছবি সংগ্রহ করে *.jpg এবং *.png ফরম্যাটে সেইভ করা যায়এ জন্য-
http://cdn3.digitaltrends.com/wp-content/uploads/2011/12/mozilla-firefox-addons-real-fire-fox.jpg
  1. প্রথমে অ্যাড-অনটি http://addons.mozilla.org/en-US/ firefox/addon/1146 থেকে নামিয়ে নিনএর ওয়েব সাইট www.screengrab.org থেকে আরও হালনাগাদ তথ্য পাওয়া যাবে
  1. স্ক্রিনগ্র্যাব ইনস্টল করার পর ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন
তাহলে Screengrab!-Gi একটি আইকন আসবে
  1. এবার যে পেইজটির স্ক্রিনশট নেবেন সেই পেইজটির উপরে ডান ক্লিক করে নিচের Screengrab!-G অথবা স্ট্যাটাসবারের Screengrab! আইকনে ক্লিক করে Save-G ক্লিক করুন
  1. এবার Complete Page/Frame-G ক্লিক করলে সম্পূর্ণ পেইজটি সেইভ করার ডায়ালগ বক্স আসবে
  1. আর Visible portion-G ক্লিক করলে পেইজের যতটুকু দেখা যাচ্ছে ততটুকু এবং Selection-G ক্লিক করার পর পেইজের যতটুকু নির্বাচন করবেন ততটুকু সেভ হবে
  1. একইভাবে Screengrab! থেকে Copy..†_‡K গেলে সেভ ডায়ালগ বক্স না এসে ক্লিপবোর্ডে সেভ হবে
Firefox-Gi অ্যাড্রেসবার রাঙিয়ে তুলুন
মজিলা ফায়ারফক্সের অ্যাড্রেসবারে বিভিন্ন রকম রঙের ব্যবহার করতে পারেন স্টাইলিশ নামের একটি বাড়তি অ্যাডঅন (প্রোগ্রাম) দিয়েএ জন্য-
  1. অ্যাডঅনটি http://addons.mozilla.org/en-us/firefox/ addon/2108 ঠিকানার ওয়েবসাইট থেকে ইনস্টল করুন
  1. এরপর ফায়ারফক্স চালু করুন
  1. এবার স্টাইলটি (পছন্দের রঙ ও ধরন ঠিক করতে) সেট করতে http://userstyles.org/styles/8571 ঠিকানার সাইটে ঢুকুন এবং load into the Stylist বাটনে ক্লিক করে ডায়ালগ বক্সের Save বাটনে ক্লিক করে সেভ করুন
  1. এই স্টাইল ফায়ারফক্স ছাড়াও থান্ডারবার্ড, ফ্লোক, মজিলা সুইট, সি মানকি এবং সংবোর্ডে ব্যবহার করা যাবে
  1. ব্যবহারকারী চাইলে স্টাইল পরিবর্তন বা নতুন করে তৈরি করতে পারেনএ জন্য-
Ø Toola>add-ons ক্লিক করুন
Ø এবার Stylish-Gi Options বাটনে ক্লিক করুন
Ø এখন Manage Style উইন্ডোতে †`Lyb.....Style নামে একটি স্টাইল আছে
Ø এবার আপনি .....Style নির্বাচন করে, উপরের Edit বাটনে ক্লিক করলে এডিটর খুলবে, যেখান থেকে ব্যবহারকারী বিভিন্ন রঙ পরিবর্তন করতে পারবেন
Ø এছাড়া Manage Style উইন্ডো থেকে Write বাটনে ক্লিক করে নতুন স্টাইল তৈরি করতে পারবেন
রাঙিয়ে নিন ফায়ারফক্সকে
ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়ার ফায়ারফক্সকে রাঙিয়ে তুলতে অনেকেই অ্যাড-অন্স থিম ইনস্টল করে থাকে কিন্তু এতে জায়গা বেশি লাগে এবং পরির্বতন বা পছন্দ করা বেশ ঝামেলারকিন্তু আপনি যদি মজিলা ল্যাবের পার্সোনাস অ্যাড-অন্স (৩০ কিলোবাইট) ইনস্টল করেন তাহলে ইচ্ছামতো কয়েক সেকেন্ডের মধ্যেই এর চেহারা পরির্বতন করতে পারবেনএ জন্য-
  1. http:/labs.mozilla.com থেকে Personas-G ক্লিক করুন এবং Download it-G ক্লিক করে ইনস্টল করুন
অথবা
http:/labs.mozilla.com/projects/personas/xpi/
personas-latest.xpi ঠিকানা থেকে সরাসরি ইনস্টল করুন
  1. এরপর ফায়ারফক্স রিস্টার্ট করলে দেখবেন স্ট্যাটাসবারের একবারে বাঁয়ে একটি শিয়ালের ছবি এসেছে
  1. এতে ক্লিক করলে থিমের মেনু আসবে

ফায়ারফক্সে ইউটিউব ভিডিও ডাউনলোড করা
জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের ভিডিও দেখার পাশাপাশি ভিডিও ডাউনলোড করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেনমজিলা ফায়ারফক্স ব্রাউজারের সংগে একটি অতিরিক্ত অ্যাড-অনস যুক্ত করে সহজেই ইউটিউবসহ যেকোন সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারেনএ জন্য-
  1. প্রথমে https://addons.mozilla.org/en-us/firefox/ downloads/latest/3006/addon-3006-latest.xpi ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যাড-অনসটি যুক্ত করে নিন
  1. এরপর ফায়ারফক্স রিস্টার্ট করুন
  1. এবার ইউটিউব ব্যবহারের সময় ব্রাউজারের উপরে অ্যাড্রসবারের পাশে ভিডিও ডাউনলোড আসবে
সহজে ডাউনলোড করুন ফেসবুকের ভিডিও
ইদানিং ফেসবুকে অনেক ভিডিও শেয়ার করা হয়সেগুলো সরাসরি ফেসবুকেই দেখা যায়কিন্তু যাঁদের কম্পিউটারে ইন্টানেটের গতি কম, তাঁরা সহজে ভিডিও দেখতে পারেন নাআবার অনেকে অনেক ভিডিও ডাউনলোড করে রাখতে চায়কিন্তু ফেসবুকের ভিডিও ডাউনলোড করার সরাসরি কোন লিংক না থাকায় ভিডিও ডাউনলোড করতে অনেক সমস্যা হয়মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সংগে কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার যোগ করে খুব সহজেই ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যায়এ জন্য-
  1. প্রথমে http://addons.mozilla.org/en-us/firefox/addon/ download-flash-and-video/ ঠিকানা থেকে সফটওয়্যারটি ইনস্টল করুন
  1. তারপর Restart Firefox বাটনে ক্লিক করলে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ হয়ে আবার চালু হবে
  1. এখান থেকে ফেসবুকের ভিডিও নিচে Download Video এবং Convert Video নামে দুটি বাটন যোগ হবে
  1. সেখান থেকে Download Video তে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হবে এবং Convert Video বাটনে ক্লিক করে আপনার পছন্দমতো ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন
ফেসবুক থেকে ভিডিও ফাইল ডাউনলোড করুন
  1. ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের ফেসবুক ভিডিও নামের একটি প্রোগ্রাম ইনস্টল করতে হয়
  1. https://addons.mozilla .org/en-us/firefox/addon/9614 ঠিকানার ওয়েবসাইট থেকে প্রোগ্রামটি নামিয়ে নিন
  1. প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স পুনরায় চালু করুন
  1. এবার ফেসবুকে ঢুকে আপনার বন্ধুর বা নিজের প্রোফাইলের ভিডিও ট্যাবে ক্লিক করুন
  1. যে ফাইলটি নামাতে চান, সেটি চালু করুন অথবা বাম পাশে থাকা ভিডিও ফাইল থেকেও চালু করতে পারেন
  1. এবার ডান পাশের একটু নিচের দিকে Download Video অপশনে ক্লিক করুনডাউনলোড শুরু হয়ে যাবে
নোট: আপনি ভিডিও ফাইলটিকে কনভার্ট করেও নামাতে পারেনএর জন্য আপনাকে Convert Video অপশনে ক্লিক করতে হবে বেশ কয়েকটি ফরমেটে ভিডিও ফাইলটিকে কনভার্ট করতে পারবেন এবং সেই সংগে ডাউনলোড ও করে নিতে পারবেন
ফায়ারফক্সে ফ্লাশবিহীন ওয়েবসাইট দেখা
ওয়েবসাইটে ফ্লাশ প্রযুক্তির কনটেন্ট থাকলে তা লোড হতে অনেক বেশি সময় লাগেআবার ধীরগতির ইন্টারনেটে ফ্লাশ কনটেন্ট অনেক সময় লোড হয় নাফ্লাশ কনটেন্ট ছাড়াই দেখতে পারেন নির্দিষ্ট ওয়েবসাইটএ জন্য মজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজারে একটি অতিরিক্ত অ্যাড-অনস যুক্ত করে দিতে হবে
  1. প্রথমে http:/addons.mozilla.org/en-us/firefox/addon/ 433 ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যাড-অনসটি ফায়ারফক্সে যুক্ত করে নিন
  1. এবার ফায়ারফক্স রিস্টার্ট করুন
ফায়ারফক্সে ট্যাব ডুপ্লিকেট
ফায়ারফক্সের একটা সুবিধা হচ্ছে, মাল্টিট্যাব সুবিধাঅনেক সময় খুলে রাখা একটি ট্যাবের সাইটের ডুপ্লিকেট তৈরির প্রয়োজন পড়েতখন নতুন ট্যাব খুলে ওই সাইটের ঠিকানা কপি করে এনে পেস্ট করতে হয়আবার অনেকে ডুপ্লিকেট অ্যাডইন ব্যবহার করে থাকেতবে আপনি ঝামেলা ছাড়াই এক ক্লিকেই যেকোন ট্যাবকে ডুপ্লিকেট করতে পারেনএ জন্য-
  1. Ctrl কী চেপে ধরে যে ট্যাবকে ডুপ্লিকেট করতে চান, সেটিতে ক্লিক করে টেনে এনে শেষ ট্যাবের শেষে এনে ছেড়ে দিনতাহলেই ওই ট্যাবের হুবহু কপি হবে
  1. এ ছাড়া যে ট্যাবকে ডুপ্লিকেট করতে চান, সেই ট্যাব থেকে অ্যাড্রেস- বারের বাঁ দিকের আইকন টেনে এনে শেষ ট্যাবের শেষে এনে ছেড়ে দিলেও হবে
মেইল এলেই জানাবে ফায়ারফক্স
ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) মাজিলা ফায়ারফক্সের সাহায্যে ¯^qswµqfv‡e নতুন আসা ই-মেইল সম্পর্কে জানা যায়ওয়েব মেইল নোটিফায়ার নামের একটি প্রোগ্রাম দিয়ে এ কাজটি করা যায়এ জন্য-
  1. প্রোগ্রামটি http://addons.mozilla.org/en-us/firefox/ addon/4490 ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে (ডাউনলোড) নিন
  1. এবার ব্রাউজারটি পুনরায় চালু (রিস্টার্ট) করুন
  1. এরপর ডান পাশে যুক্ত হওয়া ই-মেইলের আইকনটিতে ক্লিক করে Preference অপশনে যান
  1. এবার ড্রপডাউন মেনুতে google, yahoo,hotmail-G নাম রয়েছে
  1. এখন Username এবং Password বসিয়ে আপনার সবগুলো অ্যাকাউন্ট একে একে Add করে নিন
  1. এরপর থেকে নতুন মেইল এলে নিচের আইকনে সংকেত দিবে
ফায়ারফক্সে বিজ্ঞাপন বিহীন ওয়েবসাইট ব্রাউজ করা
ওয়েবসাইট ভিজিট করার সময় কনটেন্টের সংগে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও দেখা যায়মজিলা ফায়ারফক্সের ব্রাউজার ব্যবহারকারীরা একটি অ্যাড-অন্স যুক্ত করে বিভিন্ন ওয়েবসাইটে প্রদর্শিত বিজ্ঞাপনগুলো ব্লক করে শুধু ওয়েবসাইটের কনটেন্টেগুলো দেখতে পারেনএ জন্য-
  1. প্রথমে http://addons.mozilla.org/en-us/firefox/addons/ 1865 ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যাডব্লগ অ্যাড-অন্সটি ফায়ারফক্সে যুক্ত করে নিন এবং ব্রাউজার রিস্টার্ট করুন
  1. এবার ওয়েবসাইট ভিজিট করলে কোন বিজ্ঞাপন দেখা যাবে না
ফায়ারফক্সে একাধিক হোমপেইজ
সাধারনত কোন ওয়েব ব্রাউজারে হোমপেইজ নির্দিষ্ট করা থাকলে যখন ব্রাউজারটি খোলা হয়, তখন ¯^qswµqfv‡e সেই পেজটি খোলেমজিলা ফায়ারফক্সে এক বা একাধিক হোমপেজ নির্বাচন করা যায়এ জন্য-
  1. ফায়ারফক্স খুলে Tools থেকে অপশনে হোমপেজ অংশে পছন্দমতো ওয়েবসাইটের ঠিকানা স্পেস দিয়ে পাশাপাশি লিখে OK চাপতে হবে
  1. এবার ফায়ারফক্সটি বন্ধ করে আবার খুললে সেই সাইটগুলো আলাদা ট্যাবে খুলবে
ফায়ারফক্সকে দ্রুত লোড করা
উইন্ডোজ এক্সপিতে ফায়ারফক্স লোড হতে বা রান করতে বেশ সময় নেয়এই লোডিং সময় কমিয়ে আনার জন্য-
1. প্রথমে ডেস্কটপে ফায়ারফক্সের যে আইকনটি আছে তাতে রাইট ক্লিক করে মেনু থেকে প্রোপার্টিজ উইন্ডোর TARGET ফিল্ডের শেষে /Prefetch:1 অংশটুকু যোগ করতে হবে
2. অর্থাৎ C:\Program file\Mozilla Firefox\Firefox.exe এই লাইনটির শেষে \Prefetch:1 এই অংশটুকু যোগ করার পর TARGET ফিল্ডে পুরো লাইনটি হবে এ রকম- C:\Program Files\Mozilla Firefox\ Firefox.exe/Prefetch:1.
Firefox-G add-ons Install করার বিকল্প পদ্ধতি
Firefox-G আমরা সরাসরি Internet থেকে add-ons install করে থাকিকিন্তু এতে add-ons-¸‡jv আমাদের সংগ্রহে থাকে না এবং কোন কারণে যদি Firefox uninstall করে আবার Install করার প্রয়োজন পড়ে বা Windows নতুন করে Install করা হয় তাহলে add-ons-¸‡jv আবার Internet থেকে Install করতে হয়আমরা এ সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারিএ জন্য-
  1. Add-ons install-Gi সময় সরাসরি install button-G click না করে এর উপর right click করুন এবং Save as target-G click করে add-ons-wU আপনার PC-†Z download করে নিন
  1. এখন যখনই এগুলোর প্রয়োজন হবে Internet সংযোগ ছাড়াই firefox browser open করে প্রয়োজনীয় add-ons-wU এর উপর drag করে ছেড়ে দিন এবং Install button-G click করে install করে নিয়ে firefox restart করুন
  1. ব্যস কাজ শেষ
আরেকটি সহজ উপায়:
  1. আপনার C:\Documents and Settings\Administrator\ Application Data থেকে mozilla folder-wU ব্যাকআপ করে রাখুন, শুধু add-ons না, আপনার Mozilla-i বুকমার্ক, হিস্টোরি সবই পাবেন
  1. Mozilla নতুন করে ইনস্টল করার পর একবার রান করে বন্ধ করুন
  1. তারপর ব্যাকআপ ফোল্ডার দিয়ে উপরের লোকেশনে ফোল্ডার রিপ্লেস করুন
মন্তব্য: আপনি http://portableapps.com/ এই ঠিকানায় উইন্ডোজ ও লিনাক্সের জন্য বিভিন্ন portable software পাবেন যা pen drive থেকেই চালাতে পারবেনফলে যেকোন PC-†Z একই পরিবেশ পাবেন
হার্ডড্রাইভ থেকে ফায়ারফক্সের এড-অন্স ইনষ্টল করুন
যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা কম বেশী বিভিন্ন এড-অন্স ব্যবহার করে থাকেন| কোন প্রয়োজনে অন্য কারো কম্পিউটারে এড-অন্সগুলো ইনষ্টল করতে বা নতুন করে অপারেটং সিস্টম ইনষ্টল করার পরে ফায়ারফক্স ইনষ্টল করলে পূর্বের সবগুলো এড-অন্স ইনস্টল করার প্রয়োজন হয়| তখন আপনাকে আবার নতুন করে উক্ত এড-অন্সের ওয়েবসাইটগুলো হতে খুঁজে এক এক করে ইনষ্টল করতে হবে| যা সময় সাপেক্ষ এবং ঝামেলার| কিন্তু আপনি যদি এড-অন্সগুলো আপনার কম্পিউটারের হার্ডড্রাইভে ডাউনলোড করে রাখেন তাহলে পরবর্তীতে হার্ডড্রাইভ থেকেই সহজে ইনষ্টল করতে পারবেন|
  1. এজন্য .xpi এড-অন্সগুলো নির্দিষ্ট ফোল্ডারে ডাউনলোড করুন|
  1. এবার এড-অন্স ইনষ্টল করে ফায়ারফক্সের File>Open File (Ctrl+O চেপে) এ ক্লিক করে আপনার পছন্দের এড-অন্স খুলুন এবং স্বাভাবিকভাবে ইনষ্টল করুন|
  1. আপনার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ না থাকলেও আপনি এভাবে ফায়ারফক্সের এড-অন্স ইনষ্টল করতে পারবেন|
ফ্রি ডাউনলোড: মোজিলা ফায়ারফক্সের বাংলা সংস্করণ
উইন্ডোজের সাথে পাওয়ার সুবাদে বেশির ভাগ কম্পিউটার ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করলেও ওয়েব ব্রাউজার হিসেবে মোজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তাও কম নয়| এবং দিনকেদিন এর জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েই চলেছে| আপনি কি জানেন, ওপেনসোর্স ভিত্তিক এই জনপ্রিয় ওয়েব ব্রাউজারটির 2.0 সংস্করনটির বাংলা সংস্করণও এখন ইন্টারনেটে পাওয়া যাচ্ছে?
ফায়ারফক্সের বাংলা সংস্করণটি প্রকাশ করেছে একুশে| আর এর সার্বিক তত্তাবধানে আছে অঙ্কুর| বুঝতেই পারছেন এটি সম্পূর্ণ ফ্রি ডাউনলোডযোগ্য| আপনি এটা ডাউনলোড করতে পারবেন একুশের ওয়েবসাইট http://www.ekushey.org/ থেকে| ফাইলটি একটি জিপ ফাইল এবং এর সাইজ মাত্র 262 কিলোবাইট|
এটি ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে আগে থেকেই মোজিলা ফায়ারফক্সের 2.0 ভার্সনটা ইনস্টল করা থাকতে হবে| যদি আপনার কম্পিউটারে মোজিলা ফায়ারফক্স না থাকে তাহলে http://en-us.www.mozilla.com/en-US/firefox/ থেকে সেটা ডাউনলোড করে ইনস্টল করে নিন| এরপর একুশে থেকে en-US.zip ফাইলটা ডাউনলোড করুন|
এখন এর .zip এক্সটেনশনটা পরিবর্তন করে .jar এক্সটেনশন দিন। এক্সটেনশন পরিবর্তন করার জন্য আপনাকে Tools>Folder Options>View থেকে Hide extentions for known file types থেকে টিক চিহ্নটা তুলে দিতে হতে পারে|
এখন যদি মোজিলা ফায়ারফক্স চালু থেকে থাকে তবে প্রথমেই তার সকল উইন্ডো বন্ধ করে দিন| এরপর C:\Program Files\Mozilla Firefox\chrome এ গিয়ে সেখানে আগে থেকেই অবস্থিত en-US.jar ফাইলটাকে রিনেম করে en-US.jar.bak নাম দিন অথবা অন্য কোন ফোল্ডারে কপি করে রাখুন যেন পরবর্তীতে প্রয়োজন হলে আবার ব্যবহার করতে পারেন| এবার en-US.zip থেকে রিনেম করা en-US.jar ফাইলটা কপি করে এই \Mozilla Firefox\ chrome ফোল্ডারে পেস্ট করুন| এবার মোজিলা ফায়ারফক্স চালু করে দেখুন সবকিছু বাংলা হয়ে গেছে|
বুঝতেই পারছেন একুশে যা কিছু করেছে তার সবকিছু এই 262 কিলোবাইট বিশিষ্ট জার ফাইলটির ভেতরেই আছে| একুশে যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? সুতরাং দেরি না করে en-US.jar ফাইলটাকে এক্সট্রাক্ট করুন| অবশ্য আপনার কম্পিউটারে যদি কোন ফাইল আর্কাইভার বা ফাইল কম্প্রেসার না থাকে তাহলে এটা করা যাবে না| সেক্ষেত্রে প্রথমে ডাউনলোড করা en-US.zip ফাইলটাকেই এক্সট্রাক্ট করুন|
এক্সট্রাক্ট করলে দেখবেন locale নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে যার ভেতরে আরো চারটি সাবফোল্ডার এবং তাদের ভেতরে বিভিন্ন টাইপের অনেকগুলো করে ফাইল আছে| সেই ফাইলগুলোকে একটা একটা করে নোটপ্যাড দিয়ে ওপেন করুন| দেখবেন এদের ভেতরে বিভিন্ন ইংরেজি লেখার সাথে সাথে ইউনিকোডে লেখা প্রচুর বাংলা শব্দও দেখা যাচ্ছে| এই শব্দগুলোই মোজিলা ফায়ারফক্সের উইন্ডোতে প্রদর্শিত হয়|
কাজেই যদি এমন হয় যে, আপনি কিছু কিছু শব্দ অন্যভাবে দেখতে চান, যেমন OK এর বাংলা "ঠিক আছে" এর পরিবর্তে হয়তো আপনি "চলবে" শব্দটা পছন্দ করছেন, সেক্ষেত্রে এই ফাইলগুলোর ভেতরে যত যায়গায় "ঠিক আছে" শব্দটা পাবেন তত যায়গায় সেটা রিপ্লেস করে "চলবে" শব্দটা বসিয়ে দিন| ইচ্ছে করলে মজা করার জন্য একুশে বা অঙ্কুরের পরিবর্তে আপনার নিজের নামও বসিয়ে দিতে পারেন :-) তবে এডিট করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, কোন ইংরেজি শব্দ যেন পরিবর্তিত না হয়|
এভাবে যতখুশি এডিট করে locale ফোল্ডারটাকে আবার কম্প্রেস করে en-US.zip ফাইলে রূপান্তরিত করুন এবং পূর্বের মতো আবার কনফিগার করুন| দেখবেন ফায়ারফক্স পুরানো শব্দগুলোর পরিবর্তে আপনার এডিট করা শব্দগুলোই দেখাচ্ছে|

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন