শুরুর কথাঃ ফ্রেম রেট
ফ্রেম রেট হলো মুভির প্রতি সেকেন্ডে কতটি ফ্রেম দেখা যায় তার সংখ্যা..সাধারণ ভাবে এই সংখ্যাটি ২৩-২৫/সে: হয়...তবে এর তারতম্যও হতে পারে...সাবটাইটেল ব্যবহার করার সময় এর ফ্রেম রেট মুভির ফ্রেম রেটের সাথে মিল খেতে হবে না হলে টাইটেলের সাথে মুভির কথা আগে-পরে হয়ে যাবে।
সাবটাইটেল ডাউনলোডের আগে এজন্য মুভির ফ্রেমরেট পরীক্ষা করা উচিৎ..এটা খুব সহজেই মুভির প্রোপাটিজ থেকে করা যায়...মুভি ফাইলের উপর রাইট মাউজ ক্লিক করে...নীচের ছবি দ্রষ্টব্যঃ
কোন প্লেয়ার?
অনেক গুলো প্লেয়ার দিয়েই সাবটাইটেল ব্যবহার করা যায়.... তবেঃ
Recommended: হলো মিডিয়া প্লেয়ার ক্লাসিক (কোডেক প্যাক ইনক্লুডেড, যে কোন ভিডিও চলবে)
মিডিয়া প্লেয়ার ক্লাসিক
অন্যান্য প্লেয়ারঃ
১. ভিএলসি
২. বিএস
৩. কেএম
অন্য কোন প্লেয়ার ব্যবহার করলে সাথে লাগতে পারে কোডেক প্যাক; যেকোন ফাইল ফরম্যাট চালানোর জন্য....না থাকলে নামিয়ে নিতে পারেনঃ
কে-লাইট মেগা কোডেক প্যাক
সাবটাইটেল কোথায় পাব?
অনেকগুলো সাইট আছে...গুগলে মুভির নাম দিয়ে সাবটাইটেল সার্চ দিলে অনেক রেজাল্ট পাওয়া যাবে...তবে নীচের সাইটগুলো মোটামুটি সেরা ধরে নেওয়া যায় সাবটাইটেলের জন্য...
সাব-টাইটেলস.নেট --আমার পছন্দের
সাবি.কম
অলসাব.অর্গ
সাবসিন.কম
ডিভিএক্সসাবটাইটেল.নেট --রেজিস্ট্রেশন করা লাগে
ওপেনসাবটাইটেল.অর্গ
ফ্রেম রেটটি চেক করে নিতে পারেন সাবটাইটেলে ডাউনলোড করার আগে...
কিভাবেঃ
১. মুভির নাম দিয়ে সার্চ দিয়ে সাবটাইটেল ডাউনলোড করুন উপরের যেকোন সাইট থেকে। সাধারণত: জিপ ফাইল আকারে থাকে...আনজিপ করুন...আনজিপ করবেন মুভিটি যে ফোল্ডারে রেখেছেন সেখানে..বেশিরভাগ সাবটাইটেল ফাইল হয় *.srt নামে
২. মুভির নামটি কপি করুন, ধরুন একটি মুভি আছে নাম হলোঃ
ami keno sushil.avi
তাহলে কপি করতে হবে ami keno sushil নামটি
৩. এবার *.srt ফাইলটি রিনেম করতে হবে ami keno sushil.srt
৪. মুভিটি চালু করুন...সাবটাইটেল চলে আসবে
এক্সট্রা নোটঃ
১. এত সব রিনেমের ঝামেলা করতে না চাইলে মিডিয়া প্লেয়ারে মুভিটি ওপেন করে স্টপ চাপুন...ফাইল অপশন থেকে লোড সাবটাইটেল এ ক্লিক করুন...আনজিপ করা সাবটাইটেল ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করুন
২. সাবটাইটেলের লেখার সাইজ বা কালার পরিবর্তন করলে চাইলে মিডিয়া প্লেয়ারের নেভিগেশন অপশন বা ভিএলসি প্লেয়ারের ভিডিও অপশন থেকে পরিবর্তন করা যাবে।
ভিএলসি প্লেয়ারে নীচের ছবির মত করে সাবটাইটেল লোড করা যাবেঃ
সমস্যা?
যদি এমন হয় যে মুভির ফ্রেম রেটের সাথে মিল খায় এমন সাবটাইটেল পাচ্ছেন না? তারও উপায় আছে....সাধারণত: দু'ভাবে এর সমাধান করা যায়...মুভির প্লেয়ার ব্যবহার করে (নির্দিষ্ট কয়েকটি প্লেয়ার দিয়ে করা যায়) অথবা সাব-কনভার্টার ব্যবহার করে.....সহজ পদ্ধতি হওয়ায় এখানে পরেরটি আলোচনা করছিঃ
সাব-কনভার্টার দিয়ে যে কোন ফ্রেম রেটের সাব টাইটেল কে অন্য ফ্রেম রেটে কনভার্ট করা যায়....ডাউনলোড করতে পারবেন এখান থেকে।
পদ্বতিঃ
১. ওপেন এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি খুলুন
২. ফ্রেম রেটের ঘরে মুভির ফ্রেম রেটটি লিখুন (যেমন: যদি মুভির ফ্রেম রেট ২৭ আর সাবটাইটেলর ফ্রেম রেট ২৫ হয়, তবে এ ঘরে ২৭ লিখুন)
৩. কনভার্ট এজ এ ক্লিক করে সেভ করুন (ফাইল নেম.srt)
আরো তথ্যঃ
দুটো সাবটাইটেল জোড়া দিয়ে একটা বানানের প্রক্রিয়াঃ মন্তব্য ৬
প্লেয়ার ব্যবহার করে সাবটাইটেলের ফ্রেম রেট ঠিক করাঃ মন্তব্য ৩ এবং ৪
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন