স্পিকার লাগানো আছে কোন সাউন্ড আসছে না


1. প্রথমেই স্পিকারের পাওয়ার কানেকশনটি ঠিকমতো লাগানো আছে কিনা তা লক্ষ্য করুন।

2. কম্পিউটারের সাউন্ড কার্ডের সঙ্গে অর্থাৎ সিপিইউ’র পেছনে যে পোর্টে স্পিকার লাগানো হয় তা ঠিকমতো আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় ভুল পোর্টে লাগানোর কারণে সাউন্ড আসে না।

3. উইন্ডোজের টাস্কবারের ডানদিকের স্পিকার আইকনে দু’বার ক্লিক করে দেখে নিন ভলিউম লেবেল মিউট করা আছে কিনা।

4. ইনষ্টলেশনের সময় সাউন্ডকার্ডের সঙ্গে অন্য ড্রাইভারের বিপরীতমুখী প্রভাবের কারণেও এমন হতে পারে।

5. এবার Start মেনু থেকে Control Panel-G ক্লিক করে System-G ডাবল ক্লিক করুন।

6. এরপর Hardware ট্যাবে ক্লিক করে তা থেকে Device manager-G ক্লিক করুন।

7. এবার প্রাপ্ত উইন্ডোর তালিকা থেকে Sound, video and game controls অপশনের বাম পাশে (+) চিহ্নতে ক্লক করুন।

8. যদি কোন ক্রস চিহ্ন থাকে তবে আবার সাউন্ড কার্ডটি ইনস্টল করুন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন