MP3 ফরম্যাটের গান যেমন সহজেই হার্ডডিস্কে কপি হয়, সেইভাবে গানের সিডি থেকে গান কপি করা যায় না। কিভাবে অডিও সিডি থেকে গান কপি করলে তা হার্ডডিস্কে রেখে শোনা যাবে তা জানানো হলো।
আসলে যেকোন অডিও সিডিতে গানগুলো cda ফরম্যাটে থাকে। যা MP3 থেকে সম্পূর্ণ আলাদা। এই ফাইল গুলোকে ¯^vfvweKfv‡e সিডি থেকে হার্ডডিস্কে কপি করে কোন লাভ নেই। বরং অডিও সিডির গানগুলো থেকে MP3 তৈরী করে নিতে পারেন। এজন্য অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, যেমন- Musicmatch Jukbox, Audio Grabber, Audio Catatyst, Xing Mp3 Encoder ইত্যাদি। এই ধরনের Mp3 Encoder সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই MP3 তৈরী করতে পারেন। আপনার কাছে যদি জেট অডিও সফটওয়্যারটি থাকে তাহলে খুব সহজেই, কম সময়ে অডিও সিডি থেকে গান MP3 ফরম্যাটে কনভার্ট করা যায়। এজন্য-
1. প্রথমে জেট অডিও ওপেন করুন।
2. এবার এমপিথ্রি ও অডিও সিডি প্লেয়ার ওপেন করুন।
3. এরপর এমপিথ্রি প্লেয়ার থেকে রেকর্ডে ক্লিক করুন।
4. এখানে ডায়ালগ বক্সে অডিও সিডি রেকডিং সিলেক্ট করে Next-G ক্লিক করুন।
5. এরপর গানের ট্র্যাক সিলেক্টের জন্য অপশন আসবে। সেখান থেকে চেকবক্স সিলেক্টের মাধ্যমে গান নির্বাচন করুন।
6. Next-G গিয়ে যেখানে গান সেভ করতে চান তা সিলেক্ট করুন। আবার Next-G ক্লিক করুন।
7. এরপর এমপিথ্রি ফরম্যাট সিলেক্ট করে Next-G ক্লিক করুন।
8. এবার গানের কোয়ালিটি ঠিক করুন। এখানে কোন পরিবর্তন না করে Next দিন।
9. Finish বাটনে ক্লিক করলেই গান রেকর্ড শুরু হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন